ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাঈম আহমদ(২৪) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মিজানুর রহমান(২৫)নামে আরেক আরোহি গুরুতর আহত হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী বাজার সংলগ্ন সোনারবাংলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সিএনজি অটোরিকশার রেখে চালক পালিয়ে যায়।
নিহত নাঈম আহমদ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির শিমুলয়া গ্রামের মৃত হোছন আহমদের ছেলে। আহত মিজানুর একই গ্রামের মৃত শহীদুর রহমানের ছেলে।তারা উভয়ে কাতার প্রবাসী ছিলেন। সম্প্রতি কিছু দিনের ছুটিতে বাড়িতে আসেন।
প্রত্যক্ষদর্শী ও হতাহতদের স্বজনরা জানান, নাঈম আহমদ ও মিজান দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। নাঈম সেখানে একটি কাপড়ের দোকানে এবং মিজানুর একটি কোম্পানীতে কাজ করেন। সম্প্রতি তারা দুজন ছুটিতে দেশে এসেছেন।রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় নাঈম ও মিজানুর কাঠালতলী বাজার থেকে মোটরসাইকেলযোগে বড়লেখা সদরের দিকে যাচ্ছিলেন। এসময় কাঠালতলী বাজারের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।এতে নাঈম ও মিজানুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট আল-হারামাইন হাসপাতালে নেওয়া পর রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মিজানুরকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের বরাত দিয়ে আহত মিজানুর রহমানের চাচাতো ভাই জাবেদ আহমদ বলেন, মিজানুর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। বাম হাতেও সে আঘাত পেয়েছে। তার মাথা ও হাত অস্ত্রোপচার করা হয়েছে।
দক্ষিণভাগ উত্তর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল মাহমুদ পলাশ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নাঈম মারা গেছেন এবং মিজানুরের অবস্থা গুরুতর। তার চিকিৎসা চলছে।
এদিকে, খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনা সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করেছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, খবর পেয়ে রাত ৮ টায় ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হলেও চালককে পাওয়া যায়নি।দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহির একজন মারা গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল ১১টায় নিহত নাঈমের জানাযা সম্পন্নের পর মরদেহ দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD