ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
নিউজ ডেস্ক : ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করেছেন পুলিশ।
সোমবার (১৩ মার্চ) রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ মার্চ) রাত ২টায় উপজেলার পুটিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে মো. রবিউল আউয়াল তালুকদার (৩২)। তিনি অটোচালক ছিলেন। আটককৃত ব্যক্তি হলেন, নিহতের স্ত্রী সাফিয়া তালুকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালুকদারের সঙ্গে তার স্ত্রী সাফিয়ার প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে রোববার রাতে ঘুমন্ত অবস্থায় রবিউলকে গলায় ছুরি চালিয়ে তার স্ত্রী হত্যা করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পারিবারিক কলহের কারণে রবিউলকে তার স্ত্রী ধারালো ছুরি দিয়ে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরবর্তী কার্যক্রমের জন্য আটক করে থানায় আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD