ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুধি সমাবেশের আয়োজন করা হয়। শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা।
সুধি সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র চার বছরের মধ্যেই দৈনিক দেশ রূপান্তর পাঠকের মন জয় করেছে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। বক্তারা দেশ রূপান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সুধি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, ওয়েছ খছরু, তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, অপূর্ব শর্মা, মহিলা আওয়ামী লীগের নেত্রী রওশন জেবিন রুবা, সাংবাদিক সজল ঘোষ, রবি কিরণ সিংহ রাজেশ, আনন্দ সরকার, বাপ্পা মৈত্র, আব্দুল্লা আল মাসুদ, মিঠু দাস জয়, জেলা পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা শ্যামল বণিক, মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন আনা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, সংবাদপত্র পরিবেশক ইসমাঈল হোসেন, হকার্স সমিতির নেতা নাহেদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD