ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে অষ্টম শ্রেণির ছাত্রী দিপা রানী সিংহ’র রক্তাক্ত মরদেহ উদ্ধারের ৪ দিনেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। অবশ্য দিপার কথিত প্রেমিকসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এই ঘটনায় দিপার বাবা বাদী হয়ে শনিবার (১১ মার্চ) ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানিয়েছেন, নিহত দিপা রানীর বাবা পীযুষ সিংহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এই মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্কুল রোডে তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের নির্মাণাধীন একতলা ভবনের ছাদে লাশটি পাওয়া যায়। নিহত দিপা কুমিল্লা জেলার বরুড়া থানার তলা গ্রামের পীযুষ সিংহের মেয়ে ও তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। দিপা পরিবারের সঙ্গে দুই বছর ধরে ওই ভবনের চারতলায় বসবাস করছে।
পরিবারের দাবি, গত বুধবার রাতের খাবার খেয়ে বাবার সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা সিংহ। ভোর ৫টার দিকে বাবা ঘুম থেকে জেগে দেখেন মেয়ে পাশে নেই। ঘরের সদর দরজা কলাপসিবল গেইট খোলা মা ও বড় ভাইয়ের মোবাইল এবং ঘরের চাবি নির্দিষ্টস্থানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একই ভবনের পাশের একতলা নির্মাণাধীন একটি ভবনে দিপার রক্তাক্ত লাশ খুঁজে পান তার পরিবার। পরিবারের লোকজন দিপাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD