খাদিমনগর ইউপির ৮নং ওয়ার্ডে ইকলাল’র নির্বাচনী সভা

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

খাদিমনগর ইউপির ৮নং ওয়ার্ডে ইকলাল’র নির্বাচনী সভা

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকলাল আহমদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেল ৪টায় ৮নং ওয়ার্ডের লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও রাত ৭টার সময়ে চানপুর গ্রামে পৃথক পৃথক ২টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মদরিছ আলীর সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকলাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, সাবেক সাংগঠনিক আবুস সালাম।

বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, তাজউদ্দিন, মুছা মিয়া, মনুরঞ্জন ধর, আব্দুল মুসব্বির।

এ সময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচীব আব্দুর রহিম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওমেদ আলী, সিলেট জেলা তাতীলীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খাদিমনগর শাখার সভাপতি মুক্তার খাঁ, চান মিয়া, বশির মিয়া, যুবলীগ নেতা এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, আব্দুল বাছিত, আব্দুল আলীম, শ্রমিকলীগ নেতা সাহেদ আহমদ, আওয়ামী লীগ নেতা আয়নাল মিয়া, সৌদিআরব প্রবাসী কয়েস আহমদ, ফ্রান্স প্রবাসী কফিল উদ্দিন, যুবলীগ নেতা আনু মিয়া, ঈমান আলী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ