ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় চোরাই চিনিসহ দুই চোরকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। অভিযানে ২১৬ বস্তা চিনি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ গাজির ছেলে মো. জাহিদুল গাজি (৩৯) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামের মো. দুদু মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৮)। এছাড়া পলাতক দুই আসামি হলো- সিলেটের কোতোয়ালি থানার লোহারপাড়া গ্রামের মো.মাসুম আহমদ ও কানাইঘাট উপজেলার সাতপারি গ্রামেরইউপি সদস্য ময়নুল হক।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৯। এ সময় ২১৬ বস্তা ১০ হাজার ৮০০ কেজি ভারতীয় অবৈধ চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD