ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করলো বিবিআইএস

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করলো বিবিআইএস

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টায় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন তারা।
কলেজের সিনিয়র শিক্ষক মো. সুমন আল মাহমুদের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এ কে মাহমুদল হক। উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক বিজিত দেব রায়, সিনিয়র শিক্ষক নাজভিন আক্তার, সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার। এছাড়াও কলেজের শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার্থীরাও স্বতষ্ফূর্তভাবে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেন।
শিক্ষক রাহুল পদ দে সরকার এর তত্ত্বাবধানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে প্রচার করা হয়। শিক্ষক প্রিয়াংকা দেব এবং রাহুল পদ দে সরকার কলেজের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ও দেশাত্ববোধক গাণ পরিবেশণ করেন। এছাড়াও উক্ত দিবসে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ